Views Bangladesh Logo

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩৯ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তাসহ মোট ৩৯ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠিত তিনটি পৃথক তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এই নোটিশগুলো জারি করা হয়েছে। নোটিশপ্রাপ্তদেরকে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

চলমান তদন্তের গোপনীয়তা রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশপ্রাপ্তদের নাম প্রকাশ করেনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভার পর প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি এবং ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা তদন্তের জন্য তিনটি স্বতন্ত্র কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসব কমিটির প্রধান হিসেবে আছেন সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আকতার হোসেন মজুমদার।

রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘কমিটিগুলো বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিক প্রমাণ এবং আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। জবাবগুলো পর্যালোচনা এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ