শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন ‘জনপ্রিয় হয়ে গেছি’
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। নোটিশে তাকে ১৭ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দেননি।
রোববার (৮ জানুয়ারি) রাতে অবশেষে নাজমুল তার জবাব বিসিবিতে জমা দিয়েছেন। বিসিবি পরিচালক এবং ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে জবাবটি ইতিবাচক ধরনের বলে মনে হচ্ছে। এখন নোটিশটি পর্যালোচনা করা হবে, এরপর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।
জবাবপত্রে নাজমুল উল্লেখ করেছেন যে, তিনি জনপ্রিয় হয়ে গেছেন, যা তার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষাপটে আলোচিত হচ্ছে। উল্লেখ্য, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ইতোমধ্যেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে বোর্ডের মধ্যে এবং সামাজিক মাধ্যমে যথেষ্ট আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে ক্রিকেটের শৃঙ্খলা ও খেলোয়াড়দের মানসম্মান বজায় রাখার প্রশ্ন উঠে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে