টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ অক্টোবর) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় নৌবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুল খালেকের বাড়ির আঙিনায় **মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা** বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে-১টি ৭.৬২ মিলিমিটারের বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশিয় শর্টগান, ৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ৯টি দেশিয় অস্ত্র। এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে