সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২৭৩ জন আটক
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় ১০ দালালসহ ২৭৩ জনকে আটক করেছে ।
শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আটক করে। এ সময় তাদের বহনকারী কাঠের একটি বোটও জব্দ করা হয়।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ–পশ্চিমে সন্দেহজনকভাবে চলতে থাকা একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, দালালদের সহায়তায় তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আটককৃত বোট ও যাত্রীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।
জনসংযোগ বিভাগ আরও জানায়, বোটটিতে পর্যাপ্ত খাদ্য, পানি, জীবনরক্ষাকারী সরঞ্জাম বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না—যা গভীর সমুদ্রে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারত।
নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমা সুরক্ষা, সমুদ্রপথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সবসময় তৎপর রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে