Views Bangladesh Logo

নির্বাচনে নৌ-বিমানবাহিনীও সহায়তা করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দেবে নৌবাহিনী ও বিমানবাহিনীও। সোমবার এক ঘোষণায় এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেল ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাদা পাথর অবৈধ উত্তোলন সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদক একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তার জবাবদিহির আওতায় রয়েছে। 'প্রতিবেদনটি পর্যালোচনাধীন। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভিত্তিহীন প্রমাণিত হয়, তবে প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে।'

এর আগে উপদেষ্টা সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরে তিনি সিলেট সেনানিবাসও ঘুরে দেখেন। সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ