ঘন কুয়াশায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৬টার পর থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি এবং দেশের সব নদীবন্দর থেকে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ জানায়, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিভিন্ন নৌরুটে একের পর এক দুর্ঘটনা ঘটায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চ ও কার্গো জাহাজের অন্তত কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দৃষ্টিসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে