সারাদেশে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ মে)সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
জানা গেছে, এই সমস্যার ফলে এনআইডি সেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো নাগরিককে। এমতাবস্থায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন কমিশনে আসছেন সেবাগ্রহীতারা।
এ ব্যাপারে এ এস এম হুমায়ুন কবীর জানান, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। তবে সেটি না আসায় কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এ কারণে আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে তিনি জানান, ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কাজ চলমান রয়েছে। ওটিপি সমস্যার সমাধান হলেই পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে