ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি দুদিনের সফরে দিল্লি পৌঁছাবেন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।
ঢাকার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খলিলুর রহমানের সফর চূড়ান্ত হয়েছে। এছাড়া দিল্লিতে ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও সফরের বিষয়টি নিশ্চিত করেছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ভারতীয় সূত্র বলছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং দুই দেশের নীতিনির্ধারকদের সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার কারণে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে কোনো উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দিল্লি সফর করেছিলেন।
বাংলাদেশ- ভারত সম্পর্কের সাম্প্রতিক কূটনৈতিক মিথস্ক্রিয়ায় নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের বৈঠক, ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা, বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎসহ বেশ কিছু উদ্যোগ থাকলেও বেশ কিছু প্রস্তাবে ভারত এখনো সাড়া দেয়নি।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুপক্ষীয় নিরাপত্তা ফোরাম। সদস্যদেশ- ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস রয়েছে পর্যবেক্ষক হিসেবে। বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামের পূর্ণ সদস্য হয়। একই বছরের আগস্টে কলম্বোতে সচিবালয় স্থাপনের সনদ ও সমঝোতা স্মারকে সই হয়।
ফোরামটি মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদার, বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, মানব পাচার মোকাবিলা, সাইবার নিরাপত্তা উন্নয়ন এবং দুর্যোগে মানবিক সহায়তা সমন্বয়ের কাজে যুক্ত। সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, নীতি সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখে।
সচিবালয় কলম্বোতে হলেও বিভিন্ন পর্যায়ের বৈঠক সদস্যদেশগুলোতে চক্রাকারে অনুষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে