এক দিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের একদিন আগেই দিল্লি গেলেন।
বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছানোর কথা থাকলেও সেই পরিকল্পনা বাদ দিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই সম্মেলনটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে।
সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে মূল সম্মেলন শুরু হবে। মধ্যাহ্নভোজের পর এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।
খলিলুর রহমানের ভারত সফরটি দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে