Views Bangladesh Logo

জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সাময়িকভাবে স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬–২০২৭’-এর ক্ষেত্রে সভাপতি পদপ্রার্থীদের সবাই এবং সাধারণ সম্পাদক পদে একজন বাদে প্রায় সব প্রার্থীসহ অধিকাংশ পদপ্রার্থী অনিবার্য কারণে নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচনের নতুন সময়সূচি ও এ সংক্রান্ত পরবর্তী করণীয় বিষয়গুলো যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ