নির্বাচন ও গণভোট ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে: ইসি মো. আনোয়ারুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। এই দুই ভোটের তফসিল ঘোষণা করা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, ভোটগ্রহণের সময় বাড়ানো এবং তফসিলের চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়ে আগামী ৭ ডিসেম্বর কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝামাঝি দিনে ভোট হলে তা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে পড়বে।”
ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়ে ইসি জানান, পরিকল্পনা রয়েছে, তবে কমিশনের সিদ্ধান্তের পর চূড়ান্ত হবে। ভোটিং বুথের সংখ্যা বাড়ানো বা চেম্বার ডাবল করার বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবে।
তফসিলের তারিখও প্রায় নির্ধারিত, তবে চূড়ান্ত ঘোষণা কমিশনের বৈঠকের পর দেওয়া হবে। এই প্রস্তুতি ভোটারদের সুবিধা নিশ্চিত ও নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে