জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে: সিইসি
জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদিনব্যাপী কর্মকর্তাদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। তবে সেটি বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে কমিশনের অভ্যন্তরীণ প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।
কর্মশালায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নির্বাচনি আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে