রমজানের আগেই নির্বাচনে জাতীয় ঐকমত্য রয়েছে: আমীর খসরু
আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে দেশে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “আমার মনে হয়, রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়ে একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এখানে সবারই মতামত এক। আমরা মনে করি না এ বিষয়ে কোনো মতভেদ রয়েছে। বিভিন্ন কারণে আমরা এই অবস্থানে এসেছি এবং জাতিও এতে ঐকমত্য প্রকাশ করছে। এমন সিদ্ধান্তের ফলে জাতির মধ্যে স্বস্তি ফিরেছে।”
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। সরকার কিংবা বিরোধী দল কেউ তা নির্ধারণ করতে পারবে না। সময় হলে নির্বাচন কমিশনই দিনক্ষণ ঘোষণা করবে। এ নিয়ে অস্থিরতার কিছু নেই। জাতিকে ধৈর্য ও সহনশীলতা ধরে রাখতে হবে।”
আস্থা ও সংলাপ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “জাতির জন্য আস্থা জরুরি। আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে পড়ি, তাহলে সংকট তৈরি হবে। আমরা আলোচনা করছি। ধৈর্য ধরতে হবে। সঠিক পথেই আছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সবাইকে এ প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে।”
লন্ডন বৈঠক নিয়ে জামায়াতের মতামত প্রসঙ্গে তিনি বলেন, “আমি অন্য কোনো দলের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চাই না। তবে সকলের মত প্রকাশের অধিকার আছে। মতভিন্নতা থাকলেও অন্যের মতামতের প্রতি সম্মান জানানো জরুরি।”
দেশের রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, “বৈঠকে তাদের মনোভাব ছিল নির্বাচিত সরকার থাকলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুবিধা হবে। তারা সেটির জন্য অপেক্ষা করছেন।”
নির্বাচন ইস্যুতে সরকার-ইসি যোগাযোগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “এটি স্বাভাবিক ও রুটিন প্রক্রিয়া। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। লন্ডনে যে বৈঠক হয়েছে, সেটি জাতির জন্য একটি ইতিবাচক ঘটনা। এখন অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে অগ্রগতি বাধাগ্রস্ত করা উচিত নয়। সবকিছুই সময়মতো সমাধান হবে এবং দেশেও সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বৈঠকে আলোচনার বিষয়ে আমীর খসরু আরও বলেন, “দুই দেশের সম্পর্ক নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষ করে, নির্বাচিত সরকার এলে ব্রাজিলের সঙ্গে যেসব খাতে সহযোগিতা বাড়ানো যাবে, সেগুলো নিয়ে কথা হয়েছে। কৃষি খাতে ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে, এ খাতটি বিশেষ গুরুত্ব পেয়েছে।”
তিনি বলেন, “এছাড়া ক্রীড়া খাত নিয়েও আলোচনা হয়েছে। ফুটবল বিশ্বে ব্রাজিলের সুনাম রয়েছে। বাংলাদেশের সঙ্গে ক্রীড়া বিষয়েও তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে