তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের তৃতীয় দফা বৈঠকে বসেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
এই বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩ কার্যদিবসের আলোচনা গত ৩১ জুলাই শেষ হয়। সেই আলোচনায় প্রায় সব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছু মতভেদ দেখা যায়। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি এই বিষয়ে নিজেদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
কমিশন একাধিকবার দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে এবং তাদের মতামতও পেয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পদ্ধতিগত বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে গত ১৫ সেপ্টেম্বর কমিশনের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়। পরে মন্ত্রিসভা থেকে প্রজ্ঞাপন জারি করে মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
আজকের বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত আছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে