জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে বরং জাতীয় অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সংক্রান্ত যেসব সুপারিশ কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তবে কমিশনের কার্যক্রম শেষ হওয়ায় তিনি ধন্যবাদও জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেই সনদের বাইরে অনেক পরামর্শ ও সুপারিশ সনদ বাস্তবায়নের খসড়া আদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদে প্রায় ৮৪টি দফা আছে। সেখানে বিভিন্ন দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সনদে বলা হয়েছে, যে দলগুলো এসব বিষয়ে আপত্তি জানিয়েছে, তারা যদি নির্বাচনে জনগণের ম্যান্ডেট পায়, তখন নিজেদের মত অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে; কিন্তু বিস্ময়ের বিষয় হলো, আজ যে সুপারিশপত্র সংযুক্ত করা হয়েছে, সেখানে এসব নোট অব ডিসেন্টের কোনো উল্লেখই নেই।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের প্রস্তাব নিয়েও তিনি প্রশ্ন তোলেন। কমিশনের সুপারিশে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার আলোচনা প্রয়োজন হতে পারে; কিন্তু এখানে হঠাৎ একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে—সংবিধান সংস্কার পরিষদ গঠনের ধারণা—যা আগে কমিশনের আলোচনায় কখনো ছিল না বা আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো ঐকমত্যও হয়নি।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে