Views Bangladesh Logo

যথাসময়ে নির্বাচন না হলে জাতির ক্ষতি হবে: মির্জা ফখরুল

থাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে জাতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সামনে এগোনোর কোনো বিকল্প নেই।

বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, তবে বর্তমান পরিস্থিতিতে জনগণ বিভ্রান্তিতে আছে এবং নির্বাচন নিয়ে আশঙ্কা বাড়ছে। মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নানা নিপীড়নের শিকার হয়েছেন। এই ত্যাগকে ধারণ করেই আমাদের এগোতে হবে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে চায় না বিএনপি। গণতন্ত্রকে এমন এক পর্যায়ে নিতে চায় দলটি, যেখানে কেবল অল্প কয়েকজন নয়, বরং সাধারণ মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ