Views Bangladesh Logo

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় কালিয়াপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট এলাকায় সমাবেশে রূপ নেয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—
‘শাহরাস্তির মাটিতে নাসীরের ঠাঁই হবে না, তাকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে।’

বক্তাদের অভিযোগ, নাসীরুদ্দীন সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা ‘দুঃখজনক ও নিন্দনীয়’। তারা দাবি করেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে নাসীর উসকানিমূলক মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন এবং বিএনপি নেতাকর্মীদের হৃদয় আহত করছেন।

সমাবেশে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।

বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন যুবনেতা মহিউদ্দিন বাহার। বক্তব্য দেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরনসহ অনেকে।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ