Views Bangladesh Logo

বিয়ে জালিয়াতির মামলায় অপরাধ অস্বীকার নাসির-তামিমার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিয়ে জালিয়াতির মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা।

মামলাটিতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান অভিযোগ করেছেন, তার সঙ্গে বৈধভাবে বিবাহিত থাকাকালেই তালাক যথাযথভাবে হয়নি জেনেও অন্য একজনকে বিয়ে করেছিলেন তামিমা।

সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ন্যায়বিচারের আবেদন জানান নাসির-তামিমা দম্পতি। মামলাটির আসামিপক্ষের সাক্ষীদের সাফাই সাক্ষ্যের দিন ১১ আগস্ট ধার্য করেছেন আদালত।

বাদীর আইনজীবী ইসরাত হাসান জানান, আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা। আসামিপক্ষ থেকে বলা হয়েছে, তারা আদালতে সাফাই সাক্ষ্য দেবেন। পরে আদালত সাফাই সাক্ষ্যের দিন ধার্য করেন ১১ আগস্ট।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলাটি করেন রাকিব হাসান। তিনি নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৭ (ব্যভিচার), ৫০০ (মানহানি) এবং ৩৪ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন। রাকিবের অভিযোগ, তামিমা তার সঙ্গে বৈধভাবে বিবাহিত থাকাকালেই নাসিরকে বিয়ে করেছিলেন।

২০২১ সালের সেপ্টেম্বরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চার্জশিটে নাসির-তামিমা ছাড়াও তামিমার মা সুমি আক্তারকেও আসামি করা হয়। তবে ২০২২ সালের ২৪ জানুয়ারি ওই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করলেও তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

২০২৩ সালের ১৬ এপ্রিল পর্যন্ত চলা মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্বে সাক্ষ্য দেন বাদীপক্ষের দশজন সাক্ষী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ