কানাডায় নৌকাডুবিতে নিহত দুই বাংলাদেশির জানাজা বুধবার
কানাডার অন্টারিও প্রদেশে ক্যানো (নৌকা) উল্টে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের জানাজা স্থানীয় সময় আগামীকাল বুধবার বাদ আসর (সন্ধ্যা ৭:৩০) টরেন্টোর ৩৪৭ ডেনফোথ রোডে অবস্থিত সুন্নাতুল জামাত মসজিদে অনুষ্ঠিত হবে।
গত ৮ জুন অন্টারিওর লিনজি এলাকার একটি কটেজের কাছে হ্রদে ক্যানোইং করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। তারা পানিতে ডুবে প্রাণ হারান।
কানাডার গণমাধ্যম সিপি২৪-এর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং কোনো ঝড় বা তীব্র বাতাসের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধানে কাওয়ার্থা লেক সিটি এবং অন্টারিও প্রাদেশিক পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তারা আবহাওয়ার তথ্যসহ অন্যান্য সম্ভাব্য কারণ পরীক্ষা করছে।
পারিবারিক সূত্র জানায়, নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে