Views Bangladesh Logo

জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়ক নাহিদের

জুলাই সনদ নিয়ে সরকার তালবাহানা শুরু করেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সনদ তারা আদায় করে ছাড়বেন।

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

এ সময় নাহিদ ইসলাম বলেন, “বিচার, সংস্কার ও নতুন সংবিধান—এই ছিল আমাদের তিনটি মূল দাবি। আজ আবু সাঈদের কবর জিয়ারত করে আবার সেই দাবিগুলো পুনর্ব্যক্ত করছি। নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন যেভাবে তালবাহানা হচ্ছে, তা আমরা মেনে নেব না। যারা ভাবছেন রাজপথের আন্দোলন স্তিমিত হয়ে গেছে, তারা ভুল করছেন। আমরা বাংলার প্রতিটি গ্রাম-শহর-অঞ্চলে যাব, জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে ফিরব। আগামী ৩ আগস্ট ঢাকায় ঢুকে জুলাই ঘোষণাপত্র আদায় করব।”

এ সময় শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ বলেন, “যে স্বপ্ন, যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদরা লড়েছিলেন, তা এখনো অপূর্ণ। এই পদযাত্রার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছি।”

কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং স্থানীয় নেতারা। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

পদযাত্রার প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুরে পথসভা ও পদযাত্রা এবং বিকেল ৩টায় রংপুরের পার্কের মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হলে পথসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ