Views Bangladesh Logo

যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিলেন নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে জুলাই পদযাত্রার সূচনা বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের ওপর নির্বিচারে গুলি ও হত্যার তীব্র নিন্দা জানান।

নাহিদ ইসলাম বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে৷ অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। এসব বন্ধ করা হবে।

নাহিদ বলেন, জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র, সংস্কার, ন্যায়বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা এবং প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ