বিপ্লব-পরবর্তী সময়ে উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল সবচেয়ে বড় ভুল: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিপ্লবের পর কিছু উপদেষ্টাকে বিশ্বাস করাই ছিল সবচেয়ে বড় ভুল।
শনিবার (৪ অক্টোবর) একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “কিছু উপদেষ্টা নিজেদের স্বার্থ রক্ষা ও নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করেছেন।”
নাহিদ আরও দাবি করেন, এই উপদেষ্টারা বিপ্লবের আদর্শ রক্ষা না করে বরং রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছেন এবং জনবিশ্বাসের চেয়ে নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন।
তিনি সতর্ক করে বলেন, খুব শিগগিরই তিনি এসব উপদেষ্টার নাম প্রকাশ করবেন।
নাহিদ জোর দিয়ে বলেন, উপদেষ্টা পরিষদে ছাত্রনেতাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্তই ছিল সরকারের টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে