বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন নাহিদ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপালগঞ্জে পার্টির নেতাদের ওপর পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, 'যত বাধা, হামলা বা হত্যাচেষ্টা আসুক না কেন, দেশ গড়ার উদ্দেশ্যে আমাদের ‘জুলাই পদযাত্রা’ বন্ধ হবে না।'
তিনি জানান, পূর্বঘোষিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ফরিদপুরে জনসভা অনুষ্ঠিত হবে এবং এরপর নির্ধারিত সূচি অনুযায়ী পদযাত্রা রাজবাড়ী, মানিকগঞ্জসহ অন্যান্য জেলায় চলবে।
এ সময় তিনি গোপালগঞ্জ হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, 'দেশবাসী ও বিশ্ববাসীর কাছে এখন স্পষ্ট যে, আওয়ামী লীগ এখন আর একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তারা ‘মুজিববাদী সন্ত্রাসী’, ফ্যাসিস্ট ও জঙ্গিগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে। গণজাগরণের এই পরিপ্রেক্ষিতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।'
তিনি গোপালগঞ্জের হামলার ঘটনার নিন্দা জানানো সব সংগঠন ও রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আসুন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একত্রিত হই।'
প্রসঙ্গত, বুধবার বিকেলে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বহু আহত হন।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় গোপালগঞ্জ জেলায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে