Views Bangladesh Logo

মাহফুজ আলমের ওপর হামলায় সরকারের মৌন সম্মতি নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের ‘উদ্বেগজনক নীরবতা’ নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি লন্ডনে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হামলার ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নাহিদ সরকারের নিষ্ক্রিয়তা এবং হামলার নিন্দা না জানানোর সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে এখন মাহফুজ আলমকে ‘অপমান করা বা এমনকি সরিয়ে দেয়ার’ প্রতি ‘মৌন সম্মতি’ রয়েছে বলে মনে হচ্ছে।

নাহিদ ইসলাম লেখেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্তবার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।’

এই মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে আয়োজিত একটি অনুষ্ঠানে মাহফুজ আলমের যোগদানের পর বাংলাদেশ হাইকমিশনের দুটি গাড়িতে আওয়ামী লীগ সমর্থক দ্বারা হামলা চালানোর অভিযোগ উঠে। কর্মকর্তারা স্থান ত্যাগ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং রাস্তা অবরোধ করে।

হাইকমিশনের এক দাপ্তরিক বিবৃতিতে জানানো হয়, হামলার সময় গাড়ি দুটি খালি ছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এসওএএস এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের জুলাই বিদ্রোহের প্রথম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, ‘মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে করছি। রাজনৈতিকভাবে এর জবাব দেয়া হবে।’

নাহিদ আরও অভিযোগ করেন, ‘এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’

লন্ডনে মাহফুজের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলনও। এক যৌথ বিবৃতিতে দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থানপন্থী শক্তিগুলোর মধ্যে অনৈক্যই এই ধরনের হামলাকে উৎসাহিত করছে।

বিবৃতিতে বলা হয়, ‘গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বারবার জাতীয় ঐক্য বজায় রাখার এবং বিভাজন উসকে না দেয়ার আহ্বান জানিয়ে আসছি। এই অনৈক্য পরাজিত শক্তিকে আরও বেপরোয়া করে তুলছে।’

বিদেশে মাহফুজ আলমের ওপর শারীরিক হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে আগস্ট মাসে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের বাইরেও তিনি হামলার শিকার হয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ