বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দলটি বর্তমানে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গোপালগঞ্জে, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে।
রোববার (২০ জুলাই) চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, “আমরা এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ঘটেছে। বিভিন্ন জায়গায় আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে।”
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে নাহিদ বলেন, “আমরা আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে আসিনি। আমরা অভ্যুত্থানের অংশ ছিলাম। আপনাদের পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে ছিলেন। দলীয় রাজনীতির ঊর্ধ্বে আমরা আপনাদের একটি পরিবারের অংশ বলে মনে করি।”
প্রশাসনের ভেতরে এখনো কর্তৃত্ববাদী ধারা ও প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা সরকারে গিয়েছিলেন, তারা শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এসব উদ্যোগ মাঠপর্যায়ে ঠিকমতো পৌঁছায়নি, অথবা বিলম্বিত হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের প্রভাব রয়েছে। শহীদ পরিবারের প্রাপ্য সম্মান এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।”
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জোবাইরুল আরিফ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে