Views Bangladesh Logo

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে চাঁদাবাজ-সন্ত্রাসের কবল থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগের আমলে আমরা দেখেছি, গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদেরকে এখন একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে। অন্যদিকে আমাদের ক্ষুদ্র, মাঝারি ও খেটে-খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় বেহাল অবস্থায় রয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি। শহীদরা সন্ত্রাসীদের জন্য, চাঁদাবাজির অভয়ারণ্যের জন্য জীবন দেননি। আমরা বলেছিলাম, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আর তারা ভেবেছিল লুটপাটের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত হন, আমরা খুলনাবাসীকে বলছি, আপনারা প্রস্তুত হন। আমরা ৩ আগস্ট ঢাকায় আসছি, এই সবকিছুর জবাব দেওয়া হবে।

গণঅভ্যুত্থান অসমাপ্ত রয়ে গেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি-জুলাই গণঅভ্যুত্থানের কোনো শেষ ছিল না, কোনো সমাপ্তি ছিল না। জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু। ছাত্র, তরুণ ও শ্রমিকের আন্দোলনের শুরু। সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। আমরা বলে দিতে চাই, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায়, গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি, গণঅভ্যুত্থানের সব ছাত্র-তরুণ এখনও মাঠে রয়েছে। আপনারা যতোই চেষ্টা করেন, যতোই ষড়যন্ত্র করেন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না। আমরা মাঠে থাকব-ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, যেই ফ্যাসিবাদী ব্যবস্থা মাফিয়া তৈরি করে, সেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় এবং সন্ত্রাসীদের তৈরি করে। যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, সেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তরিত করে। সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করতে হবে। কিন্তু নানাভাবে ৫ আগস্ট থেকে ষড়যন্ত্র হয়েছে এই ছাত্রদের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম, ৫ আগস্ট কারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্র নেতারা অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণঅভ্যুত্থানের দিকে আনতে। কিন্তু নানা পক্ষ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সঙ্গে নেই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে।

খুলনাবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, খুলনা একটি ঐতিহ্যের নগরী। এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি। যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্যই সেই প্রতিষ্ঠানগুলো আবারও প্রতিষ্ঠা করতে হবে। আবারও পাটকল চালু করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত। ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পাঁয়তারা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি, এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে। অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই ব-দ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহাড়া দিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে, এই সুন্দরবন আমাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ