নাহিদকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: পরিবেশ উপদেষ্টা
দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় তিনি কোথাও পালিয়ে যাননি বলে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি আমার অবস্থানে স্বচ্ছ ও দায়িত্বশীল আছি, আগামীতেও দেশে থাকবো। একইসঙ্গে উপদেষ্টা বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সেফ এক্সিট ইস্যুতে আলাপকালে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এর আগে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছে।
সেই মন্তব্যের জবাবে রিজওয়ানা হাসান আরও বলেন, ‘এমন মন্তব্য করা সহজ, কিন্তু দায়িত্বশীল হতে হলে প্রমাণসহ বলতে হয়—কারা সেফ এক্সিট চায়? এ বিষয়ে এখন নাহিদকেই পরিষ্কার করতে হবে।’
উপদেষ্টা রিজওয়ানা বলেন, এই অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ নির্বাচন চায়। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করবে সরকার।
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে