শোকজের জবাব দেননি নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জারি করা শোকজ নোটিশের জবাব দেননি।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা কেউ উপস্থিত হননি এবং কোনো লিখিত জবাবও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগের কমিশনার শরাফ উদ্দিন আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক শোকজ নোটিশে দুই নেতাকে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে সোমবার সকাল সাড়ে ৯টার মধ্যে শহরের সব বিলবোর্ড সরানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সকাল ১১টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
তবে অভিযোগগুলো অস্বীকার করেছে এনসিপি। দলটির নির্বাচন মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন, শোকজ নোটিশগুলো বিধিবহির্ভূত এবং প্রচলিত নিয়ম লঙ্ঘন করে জারি করা হয়েছে।
এক বিবৃতিতে দলটি জানায়, যে ব্যানারগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, সেগুলোতে ‘দেশ সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিন’ লেখা ছিল, যা নাহিদ ইসলাম বা নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা দলীয় প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে কোনো নির্বাচনী প্রচারণা নয়।
দলটির দাবি, এসব ব্যানার গণভোটের প্রচারণার অংশ এবং এতে গণভোটসংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন হয়নি। ফলে এখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রশ্ন ওঠে না বলে তারা মনে করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে