শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে ১৬ লাখ টাকা আয় করেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় তার আয়, পেশা ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী, শিক্ষকতা ও পরামর্শক হিসেবে তিনি বছরে মোট ১৬ লাখ টাকা আয় করেন।
হলফনামায় নাহিদ ইসলাম তার বর্তমান পেশা হিসেবে পরামর্শক উল্লেখ করেছেন। পাশাপাশি আগের পেশা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন। তার স্ত্রী ফাতিমাতুজ জোহরা পেশায় গৃহিণী।
অস্থাবর সম্পদের হিসাবে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, তার হাতে নগদ অর্থ রয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। এছাড়া তার নিজের কাছে অর্জনকালীন প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে এবং স্ত্রীর কাছে রয়েছে অর্জনকালীন ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার। ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ১ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
আয়কর রিটার্ন অনুযায়ী, নাহিদ ইসলাম মোট ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদের বিবরণ দিয়েছেন। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।
হলফনামায় স্থাবর সম্পদের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সব ঘরে ‘প্রযোজ্য নয়’ লেখা রয়েছে। ঋণ সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, তাঁর নির্ভরশীল ব্যক্তি হিসেবে স্ত্রী ফাতিমাতুজ জোহরা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রামপুরা শাখা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে