বিএসএফকে ‘হত্যাকারী’ আখ্যা দিলেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কঠোর সমালোচনা করেন। একে বৈধ সীমান্তরক্ষী হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকৃতি জানান। সেই সঙ্গে তিনি বিএসএফকে আখ্যা দেন ‘হত্যাকারী’ হিসেবে। বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় ‘জুলাই মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে হত্যা আমরা কখনও মেনে নেব না। গত ৫৪ বছরে এক হাজারেরও বেশি মানুষ সীমান্তে নিহত হয়েছেন, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গাতেই অন্তত ২০০ জন।’
তিনি অভিযোগ করেন, বিএসএফ এখন আর সীমান্তরক্ষী নয়, বরং এটি একটি ‘হত্যাদল’-এ পরিণত হয়েছে।
নাহিদ আরও বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদ বারবার বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে লঙ্ঘন করেছে। ‘বাংলাদেশ বারবার তার ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়েছে, আর এই দেশকে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দমন করা হয়েছে।’
তিনি বর্তমান সরকারেরও কড়া সমালোচনা করেন এবং অভিযোগ করেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে গুম, হত্যা ও রাজনৈতিক দমন-পীড়ন চলেছে — যার পেছনে ভারতের সমর্থন রয়েছে।
এনসিপি’র সাধারণ সম্পাদক আখতার হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে আরও কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন ও তা বাস্তবায়ন করেছেন। অথচ ভারতের বর্তমান মোদি সরকার তাঁকে রক্ষা করে যাচ্ছে। মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত একজন শাসককে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
তিনি ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। মানুষের রক্ত কখনও ধুয়ে ফেলা যায় না।’
সমাবেশে এনসিপি’র ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক, মানবিক রাষ্ট্র গঠন করতে চাই—যেখানে বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত থাকবে। হাজারো মানুষ আমাদের মিছিলে যোগ দিচ্ছেন, তাদের সমর্থন ও ভালোবাসা আমাদের পথ চলার প্রেরণা। আমরা নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের আস্থার মর্যাদা রক্ষা করবো।’
সভাটি পরিচালনা করেন এনসিপি’র উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা মো. ফারুক এহসান, ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ চুয়াডাঙ্গার বিভিন্ন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে