Views Bangladesh Logo

নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার-এর প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন। সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সিআইডি মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে এবং গত ২ জুন আদালত তা আমলে নেন। এরপর আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়, তবে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন এবং আগামী ২৮ আগস্টের মধ্যে গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলাটি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়ের করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য ছাপা হয়। শিরোনাম ছিল, "নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা", যা পরবর্তীতে অনলাইনেও প্রকাশিত হয়।

প্রতিবেদনে ব্যারিস্টার সারোয়ারকে একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া ফেসবুক পেজ ভাইরাল প্রতিদিন-এ তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য এবং ভিডিও ছড়ানো হয় বলেও মামলায় অভিযোগ আনা হয়।

ব্যারিস্টার সারোয়ার দাবি করেন, তিনি নুসরাতের আইনজীবী নন; বরং মামলার একটি শুনানিতে তিনি অংশ নিয়েছিলেন মাত্র। তিনি বলেন, এসব সংবাদ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর এবং তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

মামলায় আরও চারজন অজ্ঞাত আসামিকে যুক্ত করা হয়েছে—যারা ভাইরাল প্রতিদিন ওয়েবসাইটের অ্যাডমিন, লেখক, ভিডিও প্রস্তুতকারী এবং টেকনিক্যাল সহযোগী বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। ২০২৩ সালের ২০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম এই তিনজনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ