ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন
ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী মো. নবী উল্লা ধানের শীষ প্রতীক পেয়েছেন। একই আসনে জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে উভয় প্রার্থী প্রতীকের বিষয়ে একটি চিঠি পেয়েছেন।
নবী উল্লা বলেন, 'আমি গত ১৮ বছর পর নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকে ব্যাপক প্রচারণা চালানো হবে। জনগণ ভোট দিতে অত্যন্ত আগ্রহী। আমি ঢাকা-৫ এলাকার বাসিন্দা। জনগণ আমাকে ভালোবাসে এবং ইনশাআল্লাহ, আমি বিজয়ী হব।'
প্রতীক পাওয়ার পর দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, 'আমি সকল জনগণকে অভিনন্দন জানাব। জুলাই আহতদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করব। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে