মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামি নাসির উদ্দিন সাথী আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ৩০ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। সেখানে নাসির উদ্দিন সাথীকে ২২তম এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১তম আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে