Views Bangladesh Logo

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যার মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে সাথীকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে হিংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি আসাদুল হক বাবু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়েছেন। জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা জরুরি। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তদন্তকাজ ব্যাহত হতে পারে।

গত রোববার রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ