Views Bangladesh Logo

রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল নিলামে নতুন রেকর্ড গড়েছেন। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের এই পেসারকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতা সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়।

এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং সবসময়ই আইপিএলে আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ