Views Bangladesh Logo

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, সাকিবের ১ কোটি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বিশ্বের ১৪টি দেশের মোট ১৩৫৫ জন ক্রিকেটার এবার নিলামে নাম লিখিয়েছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, তালিকায় থাকা বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে।

বাঁহাতি পেসার মুস্তাফিজ নিজেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখেছেন, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সাত মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন।

অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। আইপিএলে দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি মোট নয় মৌসুম খেলেছেন। সর্বশেষ আইপিএলে তাকে দেখা গেছে ২০২১ সালে।

এবারের নিলামে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং ৩০ লাখ রুপিতে ভিত্তিমূল্য নির্ধারণ করে নিলামে নাম লিখিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভেন স্মিথ নিলামে থাকলেও গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই। গত আসরের পর পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছিল।

১৫ নভেম্বর ছিল রিটেনশনের শেষ সময়। সব মিলিয়ে দলগুলো নিলামে খরচ করতে পারবে ২৩৭.৫৫ কোটি রুপি। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি এবং চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩.৪০ কোটি রুপি।

নিলামে নাম থাকলেও ১৩৫৫ জনের মধ্যে মাত্র ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে বিদেশিদের জন্য স্লট রয়েছে মাত্র ৩১টি। ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে সাকিব ও মুস্তাফিজকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ