Views Bangladesh Logo

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত বছর অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তার এই চমৎকার সময়কে স্বীকৃতি দিয়ে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় রেখে উইজডেনের সম্পাদকীয় বোর্ড এই দলটি নির্বাচিত করেছে।

মুস্তাফিজ ২০২৫ সালে মোট ৫৯ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৬.৭৮ এবং বোলিং গড় ১৮.০৩। ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে তার বোলিং গড় সেরা এবং পুরো বছরে কোনো পেসারই তারচেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিলেন না।

একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন ও জেসন হোল্ডার।

বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং ভারতের বরুণ চক্রবর্তী।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ-

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ