Views Bangladesh Logo

তিন শূন্য লক্ষ্য অর্জনে মুসলিম নেতাদের এগিয়ে আসার আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ এই তিনটি লক্ষ্যে একযোগে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫জুলাই) ঢাকার গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBS) ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, এই তিনটি শূন্য অর্জন করতে হলে দরকার আন্তরিক সামাজিক দায়িত্ববোধ। দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মোকাবেলায় মুসলিম নেতৃবৃন্দকে কার্যকর সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা মূল্যবোধের কথা বলি; কিন্তু তা প্রয়োগ করি না—এটাই মূল সমস্যা। আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই অর্থনৈতিক মডেল বদলাতে না পারলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে।

ইসলামের ন্যায়ের শিক্ষা ও জাকাত ব্যবস্থাকে কার্যকর অর্থনৈতিক মডেল হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমান করব্যবস্থায় রাজস্ব গরিবদের কল্যাণে ব্যবহৃত হয় না। অথচ জাকাতের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হতে পারে।

তিনি আরও বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব একসঙ্গে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় এই নীরবতা দুর্ভাগ্যজনক। নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধ অর্থহীন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, ফুজুল ফাইন্যান্স ইনক.কম এর চেয়ারম্যান ইউপ আকমাল, সওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্বের টেকসই উন্নয়ন ও মানবিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ