মাশরাফী, তামিমের পর জাহানারা ইস্যুতে মুখ খুললেন মুশফিক
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেস বোলার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পর উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, বিসিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজার পর কথা বলেছেন মুশফিকুর রহিম। জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি দাবি করেছেন তিনি।
গতকাল এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই, আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন। যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’
এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। উভয়েই ফেসবুকে ভিন্ন ভিন্ন পোস্টের মাধ্যমে স্বাধীন ও প্রভাবমুক্ত তদন্ত করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে
অভিযুক্ত মঞ্জুরুলও এ নিয়ে কথা বলেছেন। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মঞ্জুরুল লিখেছেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে