Views Bangladesh Logo

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিকুর রহিম

ততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন মুশফিকুর রহিম। ৯০ ওভার শেষ হয়ে যাওয়ায় সেঞ্চুরির অপেক্ষায় থাকতে হচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারকে। আগামীকাল সকালে যদি মাত্র ১ রান করতে পারেন, তাহলে তিনি যোগ দেবেন ‘শততম টেস্টে সেঞ্চুরি’ করা ব্যাটসম্যানদের দলে। এর আগে রিকি পন্টিং, জাভেদ মিয়াদাদ, ডেভিড ওয়ার্নারসহ মাত্র ১০ জন ব্যাটার এই কীর্তি গড়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। দলে আসে দুটি পরিবর্তন—হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে ফেরেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ইতিবাচক শুরু করলেও দ্রুত তিন উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন প্রথম সেশনেই ফিরিয়ে দেন সাদমান ইসলাম (৩৫), মাহমুদুল জয় (৩৪) ও নাজমুল হোসেন শান্তকে (৮)। ১০০ রানে তিন উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে টাইগাররা।

সেই চাপ সামলান মুমিনুল ও মুশফিক। তাদের জুটিতে বাংলাদেশ ফিরে আসে ম্যাচে। সতর্ক ও ধৈর্যশীল ব্যাটিংয়ে তারা গড়ে তোলেন ১৫৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। কয়েকবার জীবন পেলেও মুমিনুল খেলে যান মূল্যবান ৬৩ রানের ইনিংস, যা দলকে বড় সংগ্রহ গড়তে বড় ভূমিকা রাখে। মুশফিক অপরাজিত থেকে দিনের খেলা শেষ করায় বাংলাদেশের ইনিংস আরও বড় হওয়ার আশা জাগছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ