Views Bangladesh Logo

কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বেই মুছাব্বির হত্যা: ডিএমপি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় ৮ থেকে ৯টি চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব সিন্ডিকেট প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায় করে। চাঁদার টাকা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।

ডিবি প্রধান জানান, এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে দিলীপ ওরফে বিনাসের নির্দেশে। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পুলিশ এসব চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে এবং শিগগিরই অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

মুছাব্বির ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক। গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে একটি গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়।

পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ জানুয়ারি ডিবি পুলিশ গ্রেপ্তার করে জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১), মো. বিলালকে।

সবশেষ নরসিংদী থেকে রহিম নামে আরেকজন কথিত শুটারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তাদের রাজনৈতিক কর্মী না বলে চাঁদাবাজ হিসেবেই পরিচয় দেওয়া উচিত। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা শুধু চাঁদাবাজির সুবিধার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যানার ব্যবহার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ