Views Bangladesh Logo

মুরাদনগরে ধর্ষণের মামলা: চার আসামির তিন দিন করে রিমান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা এবং ভুক্তভোগী নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে কুমিল্লা ১১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

গ্রেপ্তার চার আসামি হলেন—জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ এবং তালেম হোসেনের ছেলে মো. অনিক।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, পর্নোগ্রাফি মামলায় চার আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে এটি সহায়ক হবে। দ্রুত তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর-পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই সময় একদল যুবক ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তাকে এবং ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে মারধর করে। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় পৃথক দুটি মামলা করেন। মামলায় পুলিশ মূল হোতা ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ