Views Bangladesh Logo

নারী নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন কাসেমী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ