Views Bangladesh Logo

তারকাবহুল আয়োজনে শেষ হলো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫

রাবরের মতো এবারও দর্শক ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের ব্যাপক সাড়া ফেলে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। ধারাবাহিক সাফল্যের ধারায় পঞ্চমবারের মতো আয়োজিত এই মেগা ইভেন্ট আবারও প্রমাণ করেছে—নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শো’টির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দৃঢ় অবস্থানে রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর আইসিসিএল ভেনুতে অনুষ্ঠিত হয় এই সিজনের গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ, আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল এশিয়ান টেলিভিশন।

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন। একাধিক ধাপের বাছাইপর্ব ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে সেরা সাতজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হন সৌরভ ও সুমি।

গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তারকাবহুল উপস্থিতি ও আয়োজন অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ