Views Bangladesh Logo

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ছে ১৫ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই বাড়তি সুবিধা তারা দুই ধাপে পাবেন।

মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাতা পাবেন, আর বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী অর্থবছর থেকে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগির জারি করা হবে।

২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা ১০ দিন ধরে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির প্রতি সমর্থন জানাতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনশনস্থলে গিয়েছেন।

সোমবার থেকে আমরণ অনশনে থাকা শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারকে দুই দিনের আলটিমেটামও দেন। মঙ্গলবার দুপুরে তারা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ