তিন দাবিতে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের, শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে নেতারা
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক চলছে। তারা বৈঠক থেকে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আন্দোলনরতদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।
তবে, দাবি পূরণ করে বুধবারের (১৫ অক্টোবর) মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ে ফের সড়কে অবস্থান নেয়া এবং লংমার্চসহ আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তাদের কর্মবিরতিও চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক-কর্মচারী শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানান তিনি।
রাজপথে আন্দোলনের পাশাপাশি সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে স্কুল–কলেজগুলোতে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষক-কর্মচারীরা। এতে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রবি ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ পলিথিন বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান।
অন্যদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বুধবারও শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেও কোনো শ্রেণিকক্ষে পাঠদান করেননি। ক্যাম্পাস, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে