Views Bangladesh Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ অব্যাহত, কর্মবিরতি মঙ্গলবার থেকে

রকারের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান এবং এটিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে অভিহিত করেছেন বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা এবং উৎসব বোনাস মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিও জানিয়েছেন তারা।

এসব দাবি আদায়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট।

রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটটির লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এতে যোগ দিয়েছেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

দুপুর পৌনে ২টার দিকে পুলিশ বিক্ষোভকারী শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তারা কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে প্রেস ক্লাবের সামনে ফের একত্রিত হয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষোভে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সমিতির নেতারা। আন্দোলনরতদের ঐক্য বজায় রাখা ও যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ এড়ানোরও আহ্বান জানান তারা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে কর্মবিরতি ঘোষণা করেছি। আমাদের দাবি পূরণে সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট ও এই আন্দোলন অব্যাহত থাকবে।’

পরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ও সচিবের সাথে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান। তারা হলেন জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু ও মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, ইঞ্জিনিয়ার আবুল বাশার, আজিজুর রহমান আজম ও শান্ত ইসলাম।

তিন দফা দাবি আদায়ে এর আগে ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাবেশ, ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ