Views Bangladesh Logo

৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে আন্দোলনের সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর ঘুরে কদম ফোয়ারায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন—“সি আর আবরার, আর নেই দরকার।”

সমাবেশে বক্তারা বলেন, “দেশের মন্ত্রী-আমলাদের শুধু বাড়ি ভাড়া নয়, পুরো বাড়িই লাগে। অথচ আমরা ন্যায্য বাড়ি ভাতা পাচ্ছি না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার রাস্তায় বসে, শুয়ে, ঘুমিয়ে দাবি জানাচ্ছি; কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।”

এর আগে গত রোববার (১২ অক্টোবর) থেকে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “২০ শতাংশ বাড়ি ভাতা দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়ব না।” তিনি আরও জানান, “আমরণ অনশনে বসা শিক্ষকদের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ