সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে, শহীদ মিনারে অবস্থান
বাড়িভাড়া বৃদ্ধি ও শিক্ষক নেতাদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা। এতে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। রাজবাড়ী, কুষ্টিয়া, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহানারা বেগম বলেন, “অনেক শিক্ষক ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগ দিতে পারেননি। তাই আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ কর্মবিরতি পালন করছি। ঢাকায় থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা হলে আমরা তাতে সম্পৃক্ত হব।”
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকায় অবস্থানরত শিক্ষকরা। তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্যেও শিক্ষকরা খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করছেন। এত কিছুর পর তাঁরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না। জাতীয়করণের প্রজ্ঞাপন আদায় করেই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে