এমপিও শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না: নতুন নীতিমালা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আগে সাংবাদিকতা, আইন পেশা বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতে পারতেন। কিন্তু নতুন এমপিও নীতিমালায় জানানো হয়েছে এমন কোনো আর্থিক লাভজনক পেশায় নিয়োজিত থাকা যাবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার (৭ ডিসেম্বর) নতুন এমপিও নীতিমালা জারি করেছে। নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ অংশে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একাধিক পদে বা আর্থিক লাভজনক পদে থাকবেন না। লঙ্ঘন ধরা পড়লে সরকারের পক্ষ থেকে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
‘খ’ অংশে স্পষ্টভাবে বলা হয়েছে, আর্থিক লাভজনক পদ বলতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকতা, আইন পেশা বা কোনো বেতনের বিনিময়ে কাজকে বোঝানো হয়েছে।
একজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বলেন, “এটি সাংবাদিকতাকে টার্গেট করার উদ্দেশ্য নয়। সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানেও কাজ করতে পারেন না। এমপিও শিক্ষকরা সরকারি অর্থে বেতন, বাড়িভাড়া ভাতা, ঈদ বোনাসসহ অন্যান্য ভাতা পান। এজন্য তাদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়ানো যাবে না। লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে